April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 24th, 2021, 7:57 pm

‘গরুর মাংস’ নিয়ে ভারতীয় ক্রিকেটে বিতর্ক

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে খাদ্য তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতে। একটি খবরে জানানো হয়েছে, ক্রিকেটারদের খাদ্য তালিকায় গরু ও শূকরের মাংস নিষিদ্ধ করা হয়েছে। শুধু মাত্র হালাল মাংসের বিষয়টি রাখা হয়েছে এই তালিকায়! এমন খবরে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর কর্মকর্তারাও ভীষণ বিস্মিত। বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুন ধুমাল এমন নিষেধাজ্ঞার খবর উড়িয়ে দিয়েছেন। বলেছেন এমন কোনও নির্দেশনা বোর্ড দেয়নি, ‘খাদ্য তালিকা নিয়ে কখনও আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে জোরও খাটানো হবে না। কী খেতে হবে, আর কি খাওয়া যাবে না, এমন নির্দেশনা বোর্ড কখনও দেয় না। নিজেদের খাবার পছন্দ করতে তারা সব সময় স্বাধীন।’ এমন খবরে উত্তেজনা ছড়ায় সামাজিক মাধ্যমেও। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্তা বলেছেন, সব কিছুই গুজব, ‘কোনও স্টাফ এমনকি ক্রিকেটারকেও নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। যা বলা হচ্ছে, তার সবই গুজব, ভিত্তিহীন।’ এই বিতর্কের মাঝেই কাল কানপুরে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ভারতের প্রথম টেস্ট। যা অনুষ্ঠিত হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়।