অনলাইন ডেস্ক :
সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে। বানভাসি অন্তত ৪০-৫০ লাখ মানুষ। তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। অনেকেই আবার তাঁদের সাহায্যের জন্য তহবিল গঠন করছেন। এই তালিকায় যোগ দিয়েছেন ঢাকাই সিনেমা আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় অনন্ত জানিয়েছেন, প্রতি বছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেবো। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। অনন্ত আরও বলেন, শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘দিন দ্য ডে’ সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন তাঁদের পাশে দাঁড়াবো। বন্যার্তদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়ে অনন্ত জলিল বলেন, আমরা কেউই টাকা নিয়ে কবরে যাবো না। আমরা সবাই যে টাকা উপার্জন করবো, তা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও তাদের অনেকের উপকার হবে। এ ছাড়া শোবিজের অনেক তারকাই মানবিক বিপর্যয়ে প্রার্থনার পাশাপাশি সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ