জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্য্যালী, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরন। বর্ণাঢ্য র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ‘আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিআরটি’র সহকারী পরিচালক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, গাইবান্ধা প্রেসকøাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, বাস শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি ময়নুল হক প্রমুখ। এছাড়া বিভিন্ন সড়কে জনসচেতনতা মুলক প্রচার পত্র বিলি করা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি