গাইবান্ধা ঘাগোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে শনিবার (২৩ সেপ্টেম্বর) বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বউ-শাশুড়ির মধ্যে সু-সম্পর্ক, মমতাবোধ, আন্তরিকতা, পারিবারিক কলহ, ঝগড়া-বিবাদ দূর করা, স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃসেবা বৃদ্ধির লক্ষে এ মেলার আযোজন করা হয়েছে।
গাইবান্ধা ঘাগোয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিন ব্যাপী এই মেলায় তিন শতাধিক বউ-শাশুড়ি উপস্থিত ছিলেন।
এই মেলায় বউ-শাশুড়ির মধ্যে বিতর্ক প্রতিযোগিতাসহ নানা রকম ঐতিহ্যবাহী খেলা, বিতর্ক প্রতিযোগিতা, বউ-শাশুড়ির মধ্য পারিবারিক সুসম্পর্ক স্থাপনের জন্য মতবিনিময় করা হয়।
শাশুড়ি জরিনা বেগম বলেন, আজকে আমরা এই মেলায় এসে বুঝতে পারলাম একটু সহনশীল হলেই পরিবারের মধ্যে অশান্তি দূর করা যায়।
বউ হাবিবা খাতুন বলেন, বউ-শাশুড়ির মেলা হবে এ কথা শুনেই আমি আমার শাশুড়িকে নিয়ে মেলায় এসেছি। এসে দেখি বিরাট কাণ্ড। গ্রামের অনেক লোক জড়ো হয়েছেন।
তিনি আরও বলেন, তারা সবাই গল্পে-সল্পে তাদের নিজেদের কথা আলোচনা করছেন। এখান থেকেই অনেক কিছুর সমাধান পেলাম আমরা।
মাঝেমধ্যে এ রকম বউ-শাশুড়ির মেলা হলে পরিবারেই অনেক সমস্যা সমাধান করা সম্ভব বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকুর সভাপতিত্বে পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি