November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 31st, 2021, 8:30 pm

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিকের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর শহরের চাষকপাড়া মহল্লার ভাড়া বাসা হতে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক বিশ্বজিৎ সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি চাষবপাড়া একটি ভবনের নিচতলার একটি কক্ষে ব্যাচেলর হিসেবে দীর্ঘদিন ধরে ভাড়া ছিলেন।
জানা যায়, রাজশাহী জেলার তানোর উপজেলার লালপুর ইউনিয়নের আড়াদিঘী এলাকার বিশ্বজিৎ সরকার স্থায়ী বাসিন্দা। তিনি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক হিসেবে গোবিন্দগঞ্জ জোনে কর্মরত ছিলেন।
বাসার মালিক মোস্তাফিজ জানায়, বৃহস্পতিবার বিকাল থেকেই দরজা লাগানো দেখেছি এরপর আজ (শুক্রবার) সকালেও দরজা বন্ধ দেখে সকালে ডাকাডাকির পড় বাসার বেলকুনি হয়ে পেছন দরজা দিয়ে ঘরের ভিতর ঝুলন্ত লাশ দেখতে পাই। এরপর পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার তদন্ত ওসি মোস্তাফিজ দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত পর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো ঝামেলার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।