জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধায় চুরির অপবাদে দুই পরিবহন শ্রমিক ও ট্রাক মালিককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করেছে এক ব্যবসায়ী ও তার লোকজন। ঘটনার ৮ ঘন্টা পর ৯৯৯ ফোন পেয়ে সদর থানা পুলিশ শহরের ভিএইড রোডের শরিফ ট্রেডার্স থেকে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেছে ।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার দুপুরে শহরের ভিএইড রোডের শরিফ ট্রেডার্সের রড় বোঝাই ট্রাক নিয়ে আসে রংপুর মিঠাপুকুর এলাকার ড্রাইভার হাফিজুর রহমান ও হেলপার সেকেন্দার আলী। এ সময় ৫১০ কেজি ঘাটতি হওয়ায় তাদের টাকার জন্য চাঁপ দেয় শরিফ ট্রেডার্সের মালিক। বাধ্য হয়ে বাড়িতে মোবাইলে যোগায়োগ করলে মোবাইলে ৪০ হাজার টাকা ক্ষতিপুরন প্রদান করে। ক্ষতিপুরন দেওয়ার পরও ড্রাইভার ও চালককে গোডাউন ঘড়ে আটক করে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে মিঠু হাজি, ম্যানেজার লাভলু ও কর্মচারি রায়হানসহ ৫ থেকে ৭ জন। খবর পেয়ে ট্রাকের মালিক মামুনুর রশিদ বকুল তাদের উদ্ধার করতে এলে তাকেও মারপিট করে আটক রাখা হয়।
পরে কৌশলে ৯৯৯ ফোন দিলে গুরুত্বর আহত অবস্থায় ৮ ঘন্টা পর রাত ১০ টায় শরিফ ট্রেডার্সের গোডাউন ঘড় থেকে তাদের করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক মোঃ নুরুজ্জামান বলেন, ৯৯৯ এ সংবাদের ভিত্তিতে শহরের ভিএইড রোডের শরিফ ট্রেডার্স থেকে দুই পরিবহন শ্রমিক ও ট্রাক মালিককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি