আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মারপিটের ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় রবিবার (৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ৬ নভেম্বর রাতে একদল পুলিশ ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়রে শাপলা বাজারে আসামি আফসার মেম্বারের ছেলে আব্দুল মালেককে গ্রেপ্তার করতে যায়।
পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে নদী পার হয়ে থানায় আসতে ধরলে স্থানীয় আব্দুল মালেকসহ তার লোকজন বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয় এবং আব্দুল মালেককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।
তারা লোকজন নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশকে মারপিট করে। এতে তিন পুলিশ আহত হয়। বাধ্য হয়ে পুলিশ থানায় ফিরে আসে।
এই ব্যাপারে আহত উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে ৭ অক্টোবর রাতে আসামি ছিনিয়ে নেয়ার অপরাধে ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
এ্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ বলেন, পুলিশের কাজে বাধা ও পুলিশকে মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম