July 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 30th, 2024, 8:49 pm

‘গাছ রোপণ করে আমরা সবুজ পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকের ফলদ, বনজ ও ওষুধি গাছের যেকোনো একটি রোপণ করা উচিত।

রবিবার (৩০ জুন) ভারতীয় দূতাবাসে একটি নিম গাছ রোপণের মাধ্যমে ‘ওয়ান ট্রি৪মাদার’ ক্যাম্পেইন উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সম্মিলিতভাবে গাছ রোপণ করে, আমরা সবুজ, স্বাস্থ্য, টেকসই ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব।’

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘ওয়ান ট্রি৪মাদার’ ক্যাম্পেইন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রমাণ। আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবে। এ কর্মসূচি সবাইকে গাছ রোপণে একত্রিত করে আমাদের পৃথিবীকে রক্ষার দায়িত্ব নিতে অনুপ্রাণিত করবে।’

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী।

—–ইউএনবি