July 1, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 9th, 2024, 7:21 pm

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

সিনহুয়া, প্যারিস :

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শনিবার ফ্রান্সে রাষ্ট্রীয় সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।

যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘৯ মাসের সংঘাতের পরও রাফাহ’র পরিস্থিতি এবং মানুষের প্রাণহানি অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, ‘ইসরায়েল যে মানবিক সহায়তার জন্য সব ক্রসিং পয়েন্ট খুলে দিচ্ছে না, বিষয়টি অসহনীয়। যদিও কয়েক মাস ধরেই আন্তর্জাতিক সম্প্রদায় এর দাবি করে আসছে।’

বাইডেন বলেন, তারা সব জিম্মিকে তাদের বাড়িতে ফিরিয়ে আনতে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাবেন।

ফ্রান্সে নরম্যান্ডি অবতরণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার দু’দিন পর বাইডেন এই রাষ্ট্রীয় সফরে এসেছেন।