অনলাইন ডেস্ক :
যুদ্ধ বিধ্বস্ত গাজায় ৩৮ টন ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কের সময় ভারতের রাষ্ট্রদূত আর রবীন্দ্র এ তথ্য জানিয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপ-স্থায়ী প্রতিনিধি (ডিপিআর) রাষ্ট্রদূত আর রবীন্দ্র বলেন, ফিলিস্তিনিদের জন্য খাদ্যসহ মানবিক জিনিসপত্র পাঠিয়েছে ভারত। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে দেশটি। তাছাড়া শান্তির জন্য দুই পক্ষকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনিদের জন্য আরও ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জিং সময়েও আমরা ত্রাণ পাঠানো অব্যাহত রাখবো। গাজায় গত শনিবার থেকে ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। ২০টি ট্রাক মিসরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় পৌঁছেছে। তারপর ছোট ছোট ট্রাকে গাজার বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু