গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেডের কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ে ওই কারখানার এক পোশাককর্মী নিহত হয়েছেন।
সোমবারের (৩০ অক্টোবরের) ঘটনায় নিহত ইমরান হোসেন (৩০) কুমিল্লার লাকসাম উপজেলার ভুমবাড়িয়ার জহিরুল ইসলামের ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার পুড়ে যাওয়া অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
উল্লেখ্য, ন্যূনতম ২৩ হাজার টাকা মূল বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অবরোধের কারণে বেশিরভাগ কারখানা বন্ধ ঘোষণা করা হলেও এবিএম ফ্যাশন লিমিটেড খোলা ছিল। এই খবর বিক্ষোভকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা ওই কারখানার শ্রমিকদের আন্দোলনের আহ্বান জানান। শ্রমিকরা আন্দোলনে যোগ না দিলে তারা গেট ভেঙে কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন।
এক পর্যায়ে কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-আরেফিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি