November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 22nd, 2024, 12:59 pm

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দুটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

স্থানীয়রা জানায়, রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করে।

পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কের ওই অংশে যানজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।

অন্যদিকে, সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বাড়ানোসহ গ্রেড অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছে।

শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করেছে। এর মধ্যে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আর এ্যাসরোটেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্তে সমস্যার সমাধান হয়।

—–ইউএনবি