May 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 5th, 2024, 1:36 pm

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র আল আমিন (১৯) নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) বিকাল পৌনে ৪টার দিকে নগরের সদর থানার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটেছে।

আল আমিন গাজীপুর মহানগরের চান্দনা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন বলেন, শনিবার দুপুরে আল আমিন তার ছোট ভাইসহ ৪ জন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় বেড়াতে যান। সেখানে ৪-৫ জন ছিনতাইকারী প্রথমে তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তার সঙ্গে থাকা জিনিসপত্র তাদের দিয়ে দিতে বলে। এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইলটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা।

এ সময় আল আমিন তাদের বাধা দিলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে সঙ্গে থাকা নিহতের খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইলটি ছিনিয়ে নিয়ে ধান গবেষণা ইনস্টিটিউটের সীমানা প্রাচীর টপকে অভিযুক্তরা পালিয়ে যায়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম রাফি বলেন, নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—–ইউএনবি