গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে কমিউটার এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস ট্রেন বেলা সাড়ে ১১ টার দিকে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে ট্রেনটির ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনার সাথে ট্রেন চলাচল ব্যাহত হয়।
ঘটনাস্থলের দুদিকে চাঁপাই এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এই তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে।
তিনি জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষ হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি