May 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 18th, 2024, 7:40 pm

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১০

গাজীপুরের আগুনের ঘটনায় শিশুসহ আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

মৃতরা হলো- গোলাম রাব্বি(১১), সোলাইমান (৯), জহিরুল ইসলাম ও মোতালেব।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে গতরাত থেকে সকালের মধ্যে বিভিন্ন সময়ে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার(১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।

তিনি বলেন, দগ্ধ রাব্বির শরীরের ৯০শতাংশ, সোলাইমানের ৮০ শতাংশ, জহিরুলের ৬৫ শতাংশ ও মোতালেবের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

লাশগুলো বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। লাশ হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, বুধবার(১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।

—-ইউএনবি