April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 7:54 pm

গানের এমন প্রতিক্রিয়ায় আবেগ অপ্লুত লুৎফর হাসান

অনলাইন ডেস্ক :

লুৎফর হাসানের নতুন গান ‘কেমন আছো বন্ধু তুমি’ গায়ক মহলে বেশ শোরগোল তুলেছে। শিল্পীর পরিচিত-অর্ধপরিচিত যারা অন্তত একটু হলেও গাইতে জানেন, তারাই গানটি গেয়ে পাঠাচ্ছেন। এখন পর্যন্ত ৬৭৮ জন গানটি গেয়ে লুৎফর হাসানকে পাঠিয়েছেন। যার মধ্যে অন্তত ৮ জন অডিও পাঠিয়েছেন, বাকিরা সবাই গেয়ে ভিডিও করে পাঠিয়েছেন। লুৎফর হাসানের সঙ্গে গানটি যৌথভাবে গেয়েছেন ‘শিস বালিকা’ অবন্তী সিঁথি। ‘কেমন আছো বন্ধু তুমি’ শিরোনামের গানটির অডিও-ভিডিও প্রকাশ করা হয়েছে। গানের কথা ও সুর লুৎফর হাসানের। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান সায়েক। গানের এমন প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত লুৎফর হাসান। সংবাদমাধ্যমকে বলেন, ‘অনবরত ভিডিও পাঠাচ্ছে মানুষজন। একেবারে প্রথম গাইছেন এমনও রয়েছেন, আবার প্রতিষ্ঠিত শিল্পী রয়েছেন তালিকায়। বিভিন্ন বয়সের মানুষ গানটা গেয়ে পাঠাচ্ছে। আনন্দ এখানেই।’ গেয়ে গানের ভিডিও প্রতিদিনই মানুষজন পাঠাচ্ছে জানিয়ে লুৎফর হাসান বলেন, ‘এখন পর্যন্ত গানের ভিডিও এসেছে ৬৭০টি, ৮টি অডিও এসেছে, যেগুলোকে আমি ভিডিও বানিয়েছি। এসব গানের মধ্য থেকে কিছুকিছু গান আমার নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করছি।’ গানের ধরন সম্পর্কে লুৎফর হাসান বলেন, ‘দুই সংসারের দুই অসুখী মানুষের হাহাকারের গল্প নিয়ে এই গান। এমন অনেকেই কিংবা প্রায় সবাই এই গোপন ব্যথায় আক্রান্ত, তার মনের মানুষের সঙ্গে হয়তো সংসার হয়নি। পৃথক বসবাসের ব্যাকুলতা উঠে এসেছে গানের কথায়। সুরেও রয়েছে সেই বিরহের উপাদান।’ অবন্তী সিঁথি বলেন, ‘চমৎকার কথা-সুর-সংগীতায়োজনে তৈরি হয়েছে গানটি। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে।’ গানটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সহজলভ্য।