November 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 1st, 2024, 8:42 pm

গান গেয়ে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ মাহমুদের মুক্তির দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গান গেয়ে এই প্রতিবাদ মিছিল করেন তারা।

দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, ‘আজকে আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদ করছি। একই সঙ্গে সরকারের মিথ্যাচারের নিন্দা জানাচ্ছি। আমরা ছাত্রদের দেখানো পথে হাঁটব এবং ক্ষমতাসীনদের মিথ্যাচার মেনে নেব না।’

এছাড়া ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী আবৃত্তি করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা।

শহীদ মিনার এলাকা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।

‘আমরা করব জয়’ গানটিও গেয়েছেন প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা।

—–ইউএনবি