May 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 19th, 2024, 12:23 pm

গায়ক খালিদ মারা গেছেন

জনপ্রিয় গায়ক খালিদ আর নেই।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৭টায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর।

খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ।

‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ। তার জনপ্রিয় গানগুলো মধ্যে অন্যতম ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’ ইত্যাদি।

১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা শুরু করেন গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ ভোকালিস্ট হিসেবে ‘চাইম’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

—-ইউএনবি