অনলাইন ডেস্ক :
জিম্বাবুয়ের ক্রিকেটার তারিসাই মুসাকান্দা এবার পড়েছেন এক বড় বিপদে। ২০২০ সালের জানুয়ারিতে মদপান করে গাড়ি চালানোর দায়ে ক্লাব থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। এবার গাড়িচাপা দিয়ে মেরেই ফেলেছেন দেশটির টেনিস তারকা গিনাই চিংগোকাকে। গত ১৬ জানুয়ারি জিম্বাবুয়ের রাজধানী হারারেতে রাতে গাড়ি চালানোর সময় এক পথচারীকে আঘাত করেন তিনি। পরে জানা গেছে, দুর্ঘটনার শিকার সেই পথচারী জিম্বাবুয়ের হয়ে ডেভিস কাপে অংশ নেওয়া সাবেক টেনিস খেলোয়াড় গিনাই চিংগোকা। এদিকে জিম্বাবুয়ের সংবাদমাধ্যম ‘হেরাল্ড’ জানিয়েছে, ৩৮ বছর বয়সী চিংগোকা সেই দুর্ঘটনায় বাঁ পা ও কনুইয়ে আঘাত পান। হাসপাতালে ভর্তির পর গত ২৭ জানুয়ারি মারা যান তিনি। এই দুর্ঘটনার ব্যাপারে থানায় কোনো রিপোর্ট করেননি তিনি। দুর্ঘটনার পর সেই পথচারীকে নিজের গাড়িতে করে পারিরেনেতা গ্রুপ অব হাসপাতালে নেন মুসাকান্দা। সেখান থেকে ওয়েস্ট অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত বাঁচান যায়নি তাকে। এই মৃত্যুর পরদিন অর্থাৎ ২৮ জানুয়ারি থানায় গিয়ে সেই দুর্ঘটনার ব্যাপারে রিপোর্ট করেন মুসাকান্দা। তাই এটিকে এখন অভিযুক্ত হত্যা এবং যথাসময়ে রিপোর্টিংয়ে গাফিলতির অপরাধ হিসেবে নিচ্ছে জিম্বাবুয়ের পুলিশ। এরইমধ্যে কোর্টেও হাজিরা দিতে হয়েছে মুসাকান্দাকে। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তারিসাই মুসাকান্দা। অভিষেকের পর এখন পর্যন্ত ৫ টেস্ট, ১৫ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী মুসাকান্দা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা