November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 14th, 2022, 7:39 pm

গায়ক আকবর প্রসঙ্গে যা বললেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

গায়ক আকবরের মৃত্যুতে মর্মাহত চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গায়কের সঙ্গে ‘তোমার হাতপাখার বাতাসে’ নামের একটি গানের মডেল হয়েছিলেন পুর্ণিমা। গানটি প্রচারিত হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। ‘তোমার হাতপাখার বাতাসে’ গানে আকবরের স্ত্রী রূপে অভিনয় করেন অভিনেত্রী। এরপর চাউর হয়েছিল যে আকবর পূর্ণিমাকে বিয়ে করতে চান। যদিও সে কথার ভিত্তি পাওয়া যায়নি। তবে গানটি দেশ বিদেশে গানটি ব্যাপকভাবে সমাদৃত হয়। গত সেপ্টেম্বরের ১৮ তারিখে আকবরের পায়ের গোড়ালির কিছু অংশ কাটা হয়। এরপর মাংস অল্প অল্প করে কেটে পচন রোধের চেষ্টা করা হচ্ছিল। পচন ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছিলেন, ‘পচন ধরায় পায়ের গোড়ালির কিছুকিছু অংশ অস্ত্রোপচার করে কেটে ফেলা হচ্ছে। ’এর এক মাস পর ১৭ অক্টোবর কানিজ ফাতেমা জানান, গোড়ালির মাংস কেটে কেটে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। সেটা সম্ভব হচ্ছিল না যখন, তখন টিস্যু প্রতিস্থাপনের মাধ্যমেও চেষ্টা করা হয়। কানিজ ফাতেমা বলছিলেন, ‘আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম। পরে একটি টেলিভিশন চ্যানেলের সহযোগিতায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয় উনাকে। এখানেই পা কেটে ফেলা হয়। ’ তারপরেও বাঁচানো যায়নি এই গায়ককে। গত রোববার মারা গেছেন সংগীতশিল্পী আকবর। আকবরের মৃত্যুর সংবাদে মর্মাহত পূর্ণিমা বলেন, ‘আকবর ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে অনেক খারাপ লাগছে। দীর্ঘদিন ধরেই তো উনি (আকবর) অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্যও নানান বেগ পেতে হয়েছে। অনেক কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি। ’ স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ‘মিউজিক ভিডিওটি করার সময় আকবর ভাই বেশ নার্ভাস ছিলেন। আকবর সঙ্গে বসে আছেন তিনি। আমি হাত পাখার বাতাস করছি তাকে, খাওয়াচ্ছি। হাত ধরারও কিছু দৃশ্য ছিলো। এত বেশি নার্ভাস ছিলেন যে, পাশে বসবেন কী বসবেন না, তা নিয়েও সংশয়ে ছিলেন। কিন্তু আমি আর সংকেতদা তাকে যেভাবে বুঝিয়েছি সেভাবেই শেষ পর্যন্ত কাজটি করেছেন। বোঝাই যায়নি এই ধরনের কাজ এটাই তার প্রথম। ’