October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 11th, 2023, 8:14 pm

গুগলে মেসির ক্লাব খোঁজায় শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসি যেখানেই যান, তার ভক্তরা অনুসরণ করেন। সেটা হোক বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মিয়ামি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বজুড়েই মেসিভক্তরা ইন্টারনেটে অচেনা এই ক্লাবটির খোঁজ নিচ্ছেন। চমকপ্রদ ব্যাপার হলো, সার্চ ইঞ্জিন গুগলে এই ক্লাবটির বিষয়ে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে বাংলাদেশ থেকে! বাংলাদেশে যে আর্জেন্টিনার বিপুল পরিমাণ ভক্ত আছে, তার প্রমাণ গত কাতার বিশ্বকাপেই পাওয়া গেছে। সম্প্রতি বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজও বাংলাদেশে আসার ইচ্ছে ব্যক্ত করেছেন। তাই মেসির নতুন ক্লাব নিয়ে বাংলাদেশে ব্যাপক আগ্রহ থাকাটাই স্বাভাবিক।

তাই বলে সেটা আর্জেন্টিনাকেও ছাড়িয়ে যাবে? গুগল ট্রেন্ডে ওয়েব সার্চের সর্বোচ্চ মানদ- ১০০ পেয়েছে বাংলাদেশ! মেসির দেশ আর্জেন্টিনা গত শনিবার বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পেয়েছে ৮৪ নম্বর। গুগল ট্রেন্ডের এই তালিকায় তৃতীয় স্থানে আছে এশিয়ার দেশ নেপাল (৮২)। সেরা পাঁচের বাকি দুই দেশ যথাক্রমে- হাইতি (৮১) এবং আইভরি কোস্ট (৭৩)। মজার ব্যাপার হলো, যে সৌদি আরবের ক্লাবে মেসির যাওয়া নিয়ে এত তোলপাড় হলো, সেই সৌদি আরব আছে তালিকার ১৪ নম্বরে!