সিনহুয়া, নয়াদিল্লি :
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন ঘটনায় অন্তত চারজন নিহত ও সাতজন নিখোঁজ হয়েছেন।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার (২৬ আগস্ট) থেকে মঙ্গলবার পর্যন্ত গুজরাটের বিভিন্ন অংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।
রাজ্যের ত্রাণ কমিশনার অলোক কুমার পান্ডেকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার থেকে মোরবি ও দাহোদ জেলায় একজন করে এবং গান্ধীনগর জেলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া সোমবার মোরবি জেলায় একটি প্লাবিত মহাসড়কে ট্রাক্টর-ট্রলি ভেসে যাওয়ার পর সাতজন নিখোঁজ হন বলে খবরে বলা হয়েছে। ট্রলিটিতে ১৭ জন থাকলেও ১০ জন বেরিয়ে আসতে সক্ষম হন এবং সাতজন ভেসে যান। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভদোদরার মধ্য দিয়ে প্রবাহিত বিশ্বামিত্রী নদীর কারণে নিচু এলাকার আবাসিক এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যার কারণে যানবাহন চলাচলেও প্রভাব পড়েছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু