অনলাইন ডেস্ক :
বাসায় চুরির ঘটনায় গৃহকর্মী কণা বেগমের (৪০) নামে মামলা করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। উত্তরা পশ্চিম থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেছেন অভিনেত্রী। গত সোমবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মো. রেজওয়ান বলেন, মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় একটি মামলা করেছেন। থানার এসআই হানিফ উদ্দিন ম-ল মামলাটি তদন্ত করছেন। আসামি কণা বেগমের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। তাকে খোঁজা হচ্ছে। এর আগে অভিনেত্রী মনিরা মিঠু নিজেই বাসায় চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত শনিবার বাসার ইফতারে পিয়াজুর সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়। সেগুলো খেয়ে বাসার দুজন সদস্য অসুস্থ হয়ে পড়ে। আমি ও অভিনেত্রী শিরিন আলম সামান্য ইফতার মুখে দিয়ে নামাজ পড়ে আবার শুটিংয়ে যাই। এজন্য শারীরিকভাবে সামান্য অসুস্থ হই। কিন্তু আমার ছোট ছেলে ও বড় ছেলের বউ ইফতার সম্পন্ন করার পর থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়। তাদের শারীরিক অবস্থা বেশি খারাপ দেখে রাত ১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করাই।’ মনিরা মিঠু বলেন, ‘দিনে আমি শুটিংয়ে যাই। বাসা ফাঁকা পেয়ে সুযোগ বুঝে নতুন বুয়া পরিকল্পিতভাবে বাসায় চুরি করে। আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালায়।’ মনিরা মিঠু আরো জানান, তার বাসার আসল কাজের বুয়াকে তিনি নিজের সন্তানের মতো দেখেন। তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় ভারী কাজের জন্য নতুন বুয়া রেখেছিলেন। নতুন বুয়া পরিকল্পিতভাবে খাবারে কিছু মিশিয়ে তাদের হাসপাতালে পাঠান। এতে তার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ