অনলাইন ডেস্ক :
আর কয়দিন বাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেই কথার লড়াইয়ে সরগরম এখন ক্যারিবিয়ান ক্রিকেট। মূলত উত্তাপটা ছড়াচ্ছেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান গ্রেট কার্টলি অ্যামব্রোসের করা মন্তব্যের জেরে রাগে ফুঁসছেন তিনি! ক্ষোভ এতই কাজ করেছে যে, তিনি এ কথা বলতেও আটকালেন না, ‘আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলছি, আপনারাও তাকে বলতে পারেন। কার্টলি অ্যামব্রোসের প্রতি ইউনিভার্স বসের কোন শ্রদ্ধা নেই।’ তাহলে প্রশ্ন উঠা স্বাভাবিক অ্যামব্রোস কী এমন বলেছিলেন? সম্প্রতি ক্যারিবিয়ান গ্রেট মন্তব্য করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ গেইল অটোমেটিক চয়েজ নন! অথচ ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি ক্রিকেট, তখন যে কোন দলের জন্যই ক্রিস গেইল অটোমেটিক চয়েজ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনটাই দেখা গেছে। তাই ব্যাটিং দানব ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি কার্টলি অ্যামব্রোস সম্পর্কে বলছি। ওকে আলাদা করেই বলছি, যখন ওয়েস্ট ইন্ডিজ দলে আসি, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ছিল। যখন দলে যোগ দিলাম, তখন এই লোকটার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু এখন আমার অন্তর থেকে কথাগুলো বলছি। তিনি অবসরের পর থেকে জানিনা ক্রিস গেইলের বিরুদ্ধে কী এমন পেয়েছেন। গণমাধ্যমে যে নেতিবাচক কথাগুলো বলছেন, আমি জানি না সেগুলো মনোযোগ আকর্ষণ করার জন্য কিনা। কিন্তু ব্যাপারটা সেরকমই লাগছে। তাই আমিও তার মনোযোগ আকর্ষণে সাড়া দিচ্ছি, যা আসলে তার প্রয়োজন।’
এমন মন্তব্যের পর অ্যামব্রোসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তিনি জবাবে বলেছেন, এর উত্তর দিতে তার সময় প্রয়োজন। নিজের চিন্তাগুলো গুছিয়ে নিয়েই গেইলের জবাব দেবেন তিনি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা