November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 28th, 2022, 7:20 pm

গেস্টরুমে নির্যাতন বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষার্থীদের আয়োজনে এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের গেস্টরুমে আখতারুল ইসলাম নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে নির্যাতনের বিচারের দাবি জানান।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র হাসান এনাম বলেন, ‘গেস্টরুমে প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থীরা সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা লাঞ্ছনা, অপমান ও হয়রানির শিকার হন। এ সংস্কৃতির অবসান ঘটাতে হবে।’
দর্শন বিভাগের ছাত্রী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘আমাদের সহপাঠী আখতারকে যারা নির্যাতন করেছে তাদের ছাত্রত্ব বাতিল করা হোক। আমরা চাই প্রশাসন গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন বন্ধে যেন ব্যবস্থা নেয়।’

—-ইউএনবি