April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 25th, 2022, 8:07 pm

গোল্ডেন বুট পাওয়া সন হেয়াং মিনকে দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রপতির শুভেচ্ছা

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট পাওয়া টটেনহ্যাম হটস্পারের স্টাইকার সন হেয়াং মিনকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরীয় রাষ্ট্রপতি ইয়ন সুক-ইয়েল। এদিকে টটেনহ্যামের পক্ষ থেকে ঘোষনা দেয়া হয়েছে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে আগামী ১৬ জুলাই তারা সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে। এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ শীর্ষ লিগে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করলেন সন। এবারের লিগে তিনি সর্বোচ্চ ২৩ গোল করেছেন। সনের এই কৃতিত্বকে পুরো এশিয়ান ফুটবল কমিউনিটির জন্য একটি আনন্দের ক্ষন হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি ইয়ন। এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে সনের প্রতি এক লেখা এক বার্তায় ইয়ন বলেছেন, ‘পুরো মৌসুমে ক্লাবের প্রতি অবিরাম পরিশ্রম ও খেলার প্রতি নিজেকে উৎস্বর্গ করার ফল হচ্ছে এই পুরস্কার।’ করোনা মহামারীতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জন্য সনের এই অর্জনকে আশার বার্তা হিসেবে উল্লেখ করে ইয়ন বলেন নভেম্বরে কাতার বিশ্বকাপে সনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়াকে মাঠে দেখতে তিনি মুখিয়ে আছে। রোববার নরউইচ সিটির বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে সন দুই গোল করেছেন। ম্যাচটিতে স্পার্স ৫-০ গোলে জয়ী হয়। লিভারপুলের মোহাম্মদ সালাহর সাথে তিনি এবারের গোল্ডেন বুট ভাগাভাগি করে নিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় টটেনহ্যামের বিশাল এক সমর্থক গোষ্ঠী রয়েছে। জুলাইয়ে প্রাক-মৌসুম এশিয়া সফরে তারা কে-লিগের অল-স্টার্স দলের সাথে সিউলে আগামী ১৩ জুলাই এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে টটেনহ্যাম। এর তিনদিন পর সেভিয়ার বিপক্ষে মাঠ নামবে এন্টোনিও কন্টের শিষ্যরা।