জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
শরীয়তপুর জেলা গোসাইর হাট উপজেলা মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action plan) প্রণয়নে কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ২০ই জুন সোমবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষধ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকতারা ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনজিও কর্মকতা, স্কুল, কলেজের প্রধান, মসজিদের ইমাম, প্রিন্ট ও ইলেক্টট্রনিক মিডিয়ার সাংবাদিক মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের লোকজন অংশগ্রহণ করে। গোসাইরহাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকতা সুজন দাস গুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক নাজির উল্লার সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের গোসাইর হাট থানার তদন্ত ওসি আবু বক্কর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাজাহান সিকদার, সাধারণ সম্পাদক শাজাহান দেওয়ান প্রমক কর্মশালায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি