November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 28th, 2022, 7:32 pm

গোয়ায় পুরস্কার জিতল ‘আগন্তুক’

অনলাইন ডেস্ক :

ভারতে পুরস্কার জিতেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগন্তুক’। বিপ্লব সরকারের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটি গোয়ায় ভিউয়িং রুমের ফিল্ম বাজার রিকমেন্ডস বিভাগ থেকে প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড জিতেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্মিতব্য ও নির্মাণকাজ শেষ করা চলচ্চিত্রগুলোকে ফিনিশিং ফান্ড, সেলস এজেন্ট, ডিস্ট্রিবিউটর বা চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে ফিল্ম বাজারের ভিউয়িং রুমে রাখা হয়। এবার মোট ২৪৭টি চলচ্চিত্র ভিউয়িং রুমে ছিল, তার মধ্যে ফিল্ম বাজার রিকমেন্ডস সেকশনে জায়গা করে নেয় ৩০টি চলচ্চিত্র। ২০-২৪ নভেম্বর আয়োজিত হয় এবারের ফিল্ম বাজার। ভিসা জটিলতার কারণে নির্মাতা বিপ্লব ফিল্ম বাজারে উপস্থিত থাকতে পারেননি। ভারতের ফিল্ম বাজার দক্ষিণ এশিয়ার তরুণ নির্মাতাদের জন্য আগ্রহের এক জায়গা হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি প্রযোজক, ডিস্ট্রিবিউটর, সেলস এজেন্ট ও উৎসব আয়োজকসহ অন্যান্যের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয় এ আয়োজন। আগন্তুক চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপড়েন।