March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 8th, 2021, 7:27 pm

গ্যাবায় বৃষ্টি বাগড়ার আগে অস্ট্রেলিয়ার দাপট

অনলাইন ডেস্ক :

ব্রিসবেনের গ্যাবায় বুধবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে মর্যাদার লড়াই অ্যাশেজ। ১ম টেস্টের ১ম দিনে বৃষ্টি বাগড়া বাধানোর আগ অব্দি দাপট দেখিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অজিদের নয়া কাপ্তান প্যাট কামিন্স। টসে জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা অবশ্য হয়েছে দুঃস্বপ্নের মত। মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড ররি বার্নস। তিনে নামা ডেভিড মালান (৬), চারে নামা অধিনায়ক জো রুট (০) সাজঘরে ফেরন দ্রুত। জশ হ্যাজেলউড এই দুজনকেই ফেরালে ৩ উইকেটে ১১ রানের দলে পরিণত হয় ইংল্যান্ড। দলকে ২৯ রানে রেখে ফিরে যান বিরতি শেষে ফেরা বেন স্টোকসও (৫)। স্টোকসকে ফিরিয়েই উইকেটের খাতা খোলেন প্যাট কামিন্স। এরপর একে একে কামিন্স ফেরান হাসিব হামিদ, ওলি রবিনসন, মার্ক উড ও ক্রিস ওকসকে। অধিনায়কত্বের অভিষেকেই ৫ উইকেট শিকার। মাঝে প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন ওলি পোপ (৩৫), জস বাটলাররা (৩৯)। তবে কেউই বেশিদূর যেতে পারেননি। ৫০.১ ওভারে ১৪৭ রানেই থামে ইংলিশরা। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্সের ৫ এর পাশাপাশি ২ টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। বাকি উইকেট নেন ক্যামেরুন গ্রিন। বৃষ্টির দাপটে অবশ্য প্রথম দিনে ব্যাট হাতে নামা হয়নি অজিদের। আগামীকাল নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):
ইংল্যান্ড ১৪৭/১০ (৫০.১), বার্নস ০, হাসিব ২৫, মালান ৬, রুট ০, স্টোকস ৫, পোপ ৩৫, বাটলার ৩৯, ওকস ২১, রবিনসন ০, উড ৮, লিচ ২*; স্টার্ক ১২-২-৩৫-২, হ্যাজেলউড ১৩-৪-৪২-২, কামিন্স ১৩.১-৩-৩৮-৫, গ্রিন ৩-১-৬-১।