অনলাইন ডেস্ক :
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের চাওয়ার অভাব নেই। দিকে দিকে সংস্কারের আওয়াজ উঠেছে। সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে আমূল সংস্কারের কথা বলছেন সংশ্লিষ্টরা। দিয়েছেন মতামত। তাদের মধ্যে রয়েছেন ‘তুফান’ নির্মাতা রায়হান রাফী।
চলচ্চিত্রে আমূল সংস্কারে নির্মাতাদের স্বাধীনতা জরুরি উল্লেখ করে রাফী বলেন, ‘আমার প্রথম চাওয়া একজন নির্মাতা যেন স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারেন। কাউকে যেন কোনো চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে কোনো রকম ভীতিকর অবস্থায় পড়তে না হয়, কোনো ধরনের হুমকি না পান। সব মতাদর্শের সব বিশ্বাসের চলচ্চিত্র নির্মিত হবে এই বাংলাদেশে, সব ধরনের ছবিই সমান সাপোর্ট পাবে।’
প্রচলিত সেন্সর সিস্টেম বাতিলের দাবি রেখে নির্মাতা বলেন, ‘সবার আগে প্রয়োজন সেন্সর বোর্ডের প্রচলিত সিস্টেম, যেটা আছে সেটা বাতিল করা। নিজেদের মতাদর্শের বাইরে গেলেই সেই ছবিকে আটকে রাখার মতো অন্যায় যেন না করা হয়।’ গ্রেডিং সিস্টেম চালুর প্রয়োজনীয়তা উল্লেখ করে রাফি বলেন, ‘বাইরের দেশে যেমন গ্রেডিং সিস্টেম চালু আছে, সেভাবে আমাদের দেশেও চালু হোক। ছবি যদি প্রাপ্তবয়স্কদের দেখার উপযোগী হয়, সেভাবেই যেন গ্রেডিং দেওয় হয়।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ