April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 17th, 2022, 7:44 pm

গ্রেফতার হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক কুঞ্জিলা মাসসিলামানিকে আটক করা হয়েছে। বিরুদ্ধে। ভারতের কেরলের কোঝিকোড় থেকে আটক করা হয় এই নির্মকাতাকে। কালী বিতর্ক এখনো শেষ হয় নি, এর মধ্যেই এই ঘটনা। শনিবার কেরালার কোঝিকোড় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব থেকে নির্মাতা কুঞ্জিলা মাসসিলামানিকে পুলিশ আটক করে। কারণ হিসেবে জানা গেছে, কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি আয়োজিত তিনদিনের চলচ্চিত্র উৎসব থেকে কুঞ্জিলার ছবি অসংহাতিথর বাদ দেওয়া হয়েছে, আর এই কারণেই কুঞ্জিলা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকী কুঞ্জিলা মঞ্চে উঠে প্রতিবাদ জানালে, তাঁকে জোর করে মঞ্চ থেকে টেনে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদের পাশাপাশি তিনি সরকার বিরোধী স্লোগানও দিচ্ছিলেন। সেই কারণেই পুলিশ তাঁকে আটক করে ওই অনুষ্ঠান থেকে। পুলিশ তাঁকে থানায় স্থানান্তর করার আগে কোঝিকোড়ের বিচ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যায়। কুঞ্জিলাকে স্টেজ থেকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে কুঞ্জিলা নিজেই তাঁকে পুলিশ জিপে জোর করে তোলার ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। এছাড়াও তিনি পরে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে মারধরও পর্যন্ত করা হয়েছিল। যদিও তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো গ্রেপ্তারের রেকর্ড ছিল কিনা তাও পুলিশ স্পষ্ট করেনি। উল্লেখ্য, কুঞ্জিলার নির্মিত অসংহাতীথার, মুলত একটি স্বাধীনতা সংগ্রামী সংকলনের একটি খ-।