March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 21st, 2022, 8:20 pm

ঘানায় স্বর্ণখনির বিস্ফোরকবাহী গাড়িতে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

ঘানার পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণখনিতে বিস্ফোরক নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত হয়েছে একটি ট্রাক। এ ঘটনায় শতাধিক ঘরবাড়ি ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, বহু মানুষ এতে প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট নানা আকুফো অ্যাডডো টুইটার পোস্টে এই ভয়াবহ দুর্ঘটনায় কথা জানিয়েছেন। এ ঘটনায় মৃত্যুর খবরও তিনি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। তিনি বলেন, ‘সত্যিই এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি সরকারের পক্ষ থেকে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এ ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিম অঞ্চলের বোগোসো এবং বাউডি শহরের মধ্যে অ্যাপিয়াতে বিস্ফোরণটি ঘটে। এই অঞ্চলে কানাডার মালিকানাধীন একটি স্বর্ণখনি কিনরোস রয়েছে। এই স্বর্ণখনির এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি কিনরোস স্বর্ণখনি থেকে ১৪০ কিলোমিটার দূরে ঘটেছে। কানাডার টরোন্টোভিত্তিক কোম্পানি কিনরোস এ খনিটি পরিচালনা করে। কিনরোসের মুখপাত্র ঘটনাটির কথা নিশ্চিত করে জানিয়েছেন, চিরানো খনি থেকে ১৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণটি ঘটেছে। স্থানীয় গণমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে বিস্ফোরণে বিধ্বস্ত একটি বিশাল, ধূমায়িত এলাকা দেখা গেছে, সেখানে ভবনগুলো ইট, কাঠ ও দুমড়ে যাওয়া রডের স্তূপে পরিণত হয়েছে। একটি ভিডিওতে মাটিতে পড়ে থাকা ছিন্নভিন্ন দুটি মৃতদেহ দেখা গেছে, সেগুলো ধুলোয় ঢাকা ছিল। স্থানীয় কাউন্সিলের এক সদস্যের শেয়ার করা একটি ছবিতে বিস্ফোরণস্থলে গভীর একটি গর্ত দেখা গেছে, এর কিনারে দাঁড়িয়ে লোকজন ভেতরে উঁকি দিচ্ছে। ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপ-মহাপরিচালক সেজি সাজি আমেদোনু জানিয়েছেন, ৫০০ ভবন ধ্বংস হয়ে গেছে। জরুরি বিভাগের আঞ্চলিক এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তিনি ১০টি মৃতদেহ দেখেছেন।এক বিবৃতিতে পুলিশ বলেছে, উদ্ধারকাজ শুরু করা হচ্ছে, তাই লোকজনকে তাদের নিরাপত্তার জন্য এলাকাটি ছেড়ে নিকটবর্তী শহরে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকাটির জীবিত বাসিন্দাদের আশ্রয় দিতে নিকটবর্তী শহরগুলোর স্কুল ও গির্জাসহ জনসাধারণের ব্যবহৃত স্থাপনাগুলো খুলে দিতে বলা হয়েছে। বগোসো ও বাউদি শহরের মধ্যবর্তী আপিয়াতে এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরক নিয়ে একটি ট্রাক স্থানীয় চিরানো সোনার খনিতে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পরই বিস্ফোরণ ঘটে।