November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 24th, 2023, 9:17 pm

ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে: আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় হামুন মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে।

এতে আরও বলা হয়, ‘ঘূর্ণিঝড়ের মূল অংশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং আগামী ৮-১০ ঘণ্টার মধ্যে কুতুবদিয়ার কাছে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।’

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় কক্সবাজারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, উপকূলের বাসিন্দাদের নিকটবর্তী সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।

—-ইউএনবি