ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফরিদপুরের ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ উপড়ে পড়ায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে যান চলাচল সচল হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, দুটি মহাসড়কে রাত সাড়ে ৮টা থেকে গাছ উপড়ে পড়ার জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অন্তত ২৪-২৫টি জায়গায় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ঝড় এবং বৃষ্টি থামার পর মঙ্গলবার সকাল ৭টার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপড়ে পড়া গাছ অপসারণ করলে দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড়ে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমা পুকুরিয়া এলাকায় এবং ঢাকা-খুলনা মহাসড়কের মাঝরা, মাঝিগাতি, রিসাতলা, জয় বাংলা, কৈলার মোড়, মনসুরাবাদ এলাকায় গাছ ভেঙে পড়ে।
এদিকে আবহাওয়া অফিস সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার মধ্যরাতে ভোলার কাছে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে এবং বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়।
অধিদপ্তর জানায়, এটি এখন স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি