November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 12th, 2022, 7:05 pm

‘চঞ্চল-বাবুর সিনেমা মুক্তি কাল

অনলাইন ডেস্ক :

‘টেকা ও পাখি তুমি উইড়া উইড়া আসো, উইড়া উইড়া আইসা তুমি আমার ডালে বসো’ ইদানীং নেট দুনিয়ায় মাশা ইসলামের গাওয়া এই গানটি বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া গানটি দেখা যাবে অনম বিশ্বাস পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘দুই দিনের দুনিয়া’-তে। প্রায় ১০০ মিনিটের রহস্যে ঘেরা দুর্দান্ত এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দুই দিনের দুনিয়া’। মিস্ট্রি-ড্রামা ঘরানার এ সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায়। এই সিনেমার মধ্যে দিয়ে অনেকদিন পর পর্দায় এক সাথে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবুকে। আর ওটিটিতে এই জুটির প্রথম কাজ এটি। সেই সাথে চরকিতে প্রথমবার দেখা যাবে তানভীন সুইটিকে। এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরী প্রমুখ। চরকির বেশ কিছু সিরিজ-সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা আসলে সব সময় চেয়েছি আমাদের দেশি কোনো প্ল্যাটফর্ম এগিয়ে যাক। চরকি যে ভালো ভালো কাজ করছে এটা আমাদের জন্য অনেক ভালো লাগার, উৎসাহের, প্রেরণার। চরকিতে আমি অনেক ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছি তবে দুই দিনের দুনিয়ার গল্পটা আগের সব গল্প থেকে একদম আনকমন। আমি সব সময় চাই নতুন গল্পে নতুন চরিত্রে কাজ করার জন্য।’ ‘এখন আমাদেরকে খুব চিন্তা করে কাজ করতে হয়। কাজ করার জন্য করছি ব্যাপারটা মোটেও এরকম নয়। কেননা আমাদের দর্শক শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পরিচালক অনম বিশ্বাস ও তার দক্ষ দল মিলে সব দর্শককে খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছে। দর্শকের যে ক্ষুধা বা রুচি সেই জায়গা থেকে আমি মনে করি যে একটি মান সম্পন্ন কাজ হয়েছে দুই দিনের দুনিয়া।’ শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘এর আগে আমি চরকির বেশকিছু কাজ করেছি। কাজগুলো বেশ প্রশংসিতও হয়েছে। এবার দুই দিনের দুনিয়া সিনেমাটা নিয়ে আমি বেশ আশাবাদী। এই সিনেমার গল্পটা যখন শুনি তখনই আমার মনে হয়েছে এই চরিত্রটা আমি করতে চাই। অনমের সাথে আমার প্রথম কাজ এটা। সব কিছু মিলিয়ে কাজটা করার আগ্রহ ছিল প্রচুর। আমার প্রত্যাশা বাংলা ভাষাভাষী দর্শকের কাছে দুই দিনের দুনিয়া নতুন এক মাত্রা যোগ করবে।’ চরকির সাথে অনম বিশ্বাসের এটি প্রথম কাজ। পরিচালক বলেন, ‘যেকোনো ফিল্মমেকার চাই যাদের সাথে সে কাজ করছে তারা যেন সিনেমার গল্পে ফোকাস করে। আর বিগত দুই-তিন বছর ধরে এই গল্পটা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফাইনালি অনেক চড়াই-উতরায় পেরিয়ে কাজটা শেষ হয়েছে।‘ দেবী’র পর আবার চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে পরিচালক বলেন, ‘চঞ্চল ভাই খুব শক্তিমান অভিনেতা। খুব সহজে তিনি এক চরিত্র থেকে আরেক চরিত্রে ঢুকে যেতে পারেন। দুই দিনের দুনিয়া-তে ওঁর যে লুক, যে চরিত্র তা এর আগে আমরা দেখিনি। আর চঞ্চল ভাই ট্রাক চালানোর মতো কঠিন কাজ খুব সহজে করেছেন। সেই সাথে বাবু ভাইয়ের মিস্ট্রিয়াস অভিনয় দর্শক দেখে বেশ মজা পাবে। এখন অপেক্ষা শুধু সিনেমা মুক্তির।’ চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দুই দিনের দুনিয়া একদম নতুন ঘরানার, ভিন্নধর্মী গল্পের একটি কাজ হয়েছে। চরকি সব সময় চেয়েছে দর্শকদের মানসম্মত কনটেন্ট উপহার দেয়ার। চরকির এই মাসের সিনেমা হতে যাচ্ছে দুই দিনের দুনিয়া।’ এই সিনেমার গল্পে দেশীয় আবহের সাথে সাইন্স-ফিকশন ঘরানার সংমিশ্রণ করা হয়েছে বেশ সুন্দর ও সহজাত ভঙ্গিতে। এই সিনেমায় রয়েছে তিনটি গান। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।