May 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 16th, 2023, 7:26 pm

চট্টগ্রামে দু’টি বাস ও টিসিবি’র ট্রাকে আগুন

চট্টগ্রামে ২টি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দু’টি লোকাল বাস এবং এর আগে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে পুলিশ নিশ্চিত নয় এবং এ বিষয়ে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খাঁন খলিলুর রহমান বলেন, ‘ওয়াসার মোড়ে পাশাপাশি থাকা দু’টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ি দু’টি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘ওয়াসার মোড়ে দু’টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে রাত সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় টিসিবির একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। যদিও আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, দ্রুত চলে যাওয়ায় তাদের স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

—-ইউএনবি