November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 4th, 2023, 7:35 pm

চট্টগ্রামে পুলিশি হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু: পরিবারের অভিযোগ

চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে তার মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়।

সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহর পরিবার পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে বলেন, ‘মঙ্গলবার রাতে কোনো ওয়ারেন্ট না দেখিয়েই ধস্তাধস্তি করে শহিদুল্লাহকে বাসা থেকে পুলিশ নিয়ে যায়। তিনি দুদকের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। ন্যূনতম সম্মানটা উনাকে দেয়নি তারা। খুন করেছে তারা, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।’

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) পংকজ দত্ত বলেন, ‘একটি সিআর মামলায় রাতে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের ১৫ মিনিট পর তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শহিদুল্লাহর ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ বলেন, ‘রাত ১১টার দিকে চান্দগাঁও থানার দু’জন সহকারী উপ-পরিদর্শক গিয়ে আমার বাবাকে থানায় নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে আমার চাচারা থানায় যান। উনি হার্টের পেশেন্ট, উনার ইনহেলার আর মেডিসিন লাগে সবসময়। বাবাকে থানায় নেওয়ার সঙ্গে সঙ্গে ফটক বন্ধ করে দেন। ইনহেলার ও মেডিসিনও বাবার কাছে পৌঁছাতে দেয়নি। পরে রাত ১২টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘শহিদুল্লাহ সাহেবকে গ্রেপ্তার করে থানায় আনার পর খারাপ লাগছে বলে তিনি জানান। তখন আমার কক্ষে এনে বসিয়েছি। পরে তার ভাইদের জানিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’

থানায় তার সঙ্গে কোনো ধরণের অসদাচরণ করা হয়নি বলে জানান ওসি।

—-ইউএনবি