চট্টগ্রাম মহানগরীতে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টায় নগরীর চান্দগাঁও থানার কালুরঘাটের একটি বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুপুরে কালুরঘাটের বস্তিতে আগুনের খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস ও বায়েজিদের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণ এসেছে।
বিস্তারিত পরে জানানো হবে বলেও জানায় ফায়ার সার্ভিস।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক