বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়- ‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (YAK 130) যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার শিকার হয়েছে।’
এতে আরও বলা হয়- বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা বলেন, পতেঙ্গার বোট ক্লাবের কাছে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।
আহত পাইলটদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি