চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটকের দাবি করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০) এবং ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জাল টাকা পাচার করছে। গোপনে এমন সংবাদে এসআই মাহফুজুর রহমান থানা পুলিশের একটি টিম নিয়ে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাসে তল্লাশি চালায়। এসময় ওমর আলী ও রুবেল নামে দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকার ২০টি বান্ডিলে মোট ২০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম