April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 19th, 2021, 8:23 pm

চট্টগ্রামে শ্বশুর বাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি  :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্বশুর বাড়ির নির্যাতনে ফারজানা ইয়াছমিন কলি (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলির শাশুড়ি রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব মাইজবিলা এলাকায় নিহতের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। ফারজানা ইয়াছমিন কলি ওই এলাকার বাসিন্দা জিয়াউর রহমানের স্ত্রী এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আতিয়ার পাড়া এলাকার প্রবাসী আজিজ মাস্টারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু। তিনি বলেন, গত রোববার রাতে লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন থেকে অন্তঃসত্ত্বা এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে তার শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পরপরই শ্বশুর বাড়ির লোকজন সবাই পালিয়ে যায়। সর্বশেষ শাশুড়ি পালানোর সময় তাকে আটক করে নিহতের পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর নিহতের শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করলেও পরিবারের লোকজন হত্যা করা হয়েছে বলে দাবি করে। এএসপি জাকারিয়া বলেন, আটকের পর নিহত গৃহবধূর শাশুড়িকে এবং তার আশপাশের স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে প্রাথমিকভাবে জানা গেছে, শ্বশুর বাড়ির অব্যাহত নির্যাতনে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে নিহতের শাশুড়ি পুলিশের হাতে আটক রয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে একটি মামলা রুজু করা হচ্ছে।