চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিদিরপুর গ্রামে গত ২৯ জুন অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এসব তথ্য জানিয়েছে।
আটক তাসলিমা আক্তার (২৫) আরিফুল ইসলামের স্ত্রী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তাসলিমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতিশোধ নিতে তার স্বামীকে ফাঁসানোর জন্য ইয়াবা ক্রয় করেন এবং র্যাবকে খবর দেন।
র্যাব সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং ইয়াবা জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসলিমা জানায়, অর্থ ও সম্পত্তির জন্য তিনি আরিফুলকে বিয়ে করেন।
র্যাব জানায়, কিন্তু তার স্বামী তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্বামীর প্রতি প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন।
তাসলিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ