March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 29th, 2021, 1:15 pm

চট্টগ্রাম টেস্ট: ইয়াসিরের ‘কনকাশন সাব’ সোহান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিনের শুরুতে অভিষেক হওয়া ইয়াসির আলীর বদলি হিসেবে নুরুল হাসান সোহানকে একাদশে যোগ করেছে বাংলাদেশ।

চতুর্থ দিনের প্রথম সেশনে পানি পানের বিরতির পর মাঠ ছাড়েন ইয়াসির। ইয়াসির আহত হয়ে ফিরে গেলে ব্যাট করতে আসেন মেহেদী হাসান মিরাজ। এর কিছুক্ষণ পরেই বাংলাদেশ ঘোষণা করে যে নুরুল হাসানকে কনকাশন সাব হিসেবে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শাহীন আফ্রিদির একটি ডেলিভারি হেলমেটের লাগার পর আরও এক ওভার খেলেন তিনি। কিন্তু পরে আর খেলা চালিয়ে যেতে পারেন নি। মাথায় আঘাত পাওয়ায় তাকে স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো হয়।

আইসিসির আইন অনুসারে, কনকাশন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, একটি দল ‘লাইক-ফর-লাইক রিপ্লেসমেন্ট’ ফিল্ড করতে পারে। যার অর্থ একজন বোলার একজন বোলারকে প্রতিস্থাপন করতে পারে এবং একজন ব্যাটার একজন ব্যাটারকে প্রতিস্থাপন করতে পারে।

এদিকে, চতুর্থ দিনের লান্স বিরতি পর্যন্ত ১৫৯ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

এর আগে রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। আজ দিনের শুরুতে মুশফিককে হারায় তারা। এরপর মেহেদী মিরাজও ১১ রান করে ফিরে যান। লিটন এবং সোহান লান্স বিরতির পর আবার ব্যাটিং শুরু করবেন।

—ইউএনবি