November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 7:34 pm

চতুর্থ সপ্তাহেও রাজত্ব, ৬০ হলে ‘পরাণ’

অনলাইন ডেস্ক :

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ। আলোচনার কেন্দ্রে এসেছেন সিনেমাটির নায়ক শরিফুল রাজ; দর্শক প্রশংসায় মেতেছেন এই চিত্রনায়কের অভিনয়ের। ১০ জুলাই দেশের মাত্র ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দর্শক চাহিদার কারণে চতুর্থ সপ্তাহে (শুক্রবার) এসেও সিনেমাটি দেশের ৬০টি প্রেক্ষাগৃহে চলবে বলে জানিয়েছে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা অভি কথাচিত্র। যার মধ্যে দেশের সবচেয়ে অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্স প্রতিদিন চলবে সিনেমাটির ১৬ শো। স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানিয়েছেন, ‘চতুর্থ সপ্তাহে এসেও আমরা সিনেমাটি ১৬ শো চালাচ্ছি; শুক্র ও শনিবার বেশি চাপ যাচ্ছে। বাংলা সিনেমার জোয়ার যাচ্ছে বলা যায়। ভালো কনটেন্ট হলে দর্শকের অভাব নেই।’ ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং অফিসার মো. মাহবুবর রহমান জানিয়েছেন, ‘দর্শক-চাহিদায় তিনটি শো চলাব। গেল ঈদের সিনেমার চেয়ে এই ঈদে আমরা ২০ শতাংশ বেশি ব্যবসা করেছি, এটাই ভালো দিক।’ সিনেমাটির নায়ক শরিফুল রাজ বেশ উচ্ছ্বসিত এমন দর্শক-আগ্রহে। জানিয়েছেন, ‘দর্শকদের এমন ভালোবাসার জন্য আমাদের টিম কৃতজ্ঞ।’ গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা। ২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।