November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 25th, 2023, 8:07 pm

‘চন্দ্রযান-৩’ নিয়ে সিনেমার ঘোষণা

অনলাইন ডেস্ক :

‘চন্দ্রযান-৩’এর সাফল্যের কাহিনির অনুপ্রেরণায় ছবি তৈরি করার জন্য একাধিক প্রযোজকরা ভিড় জমিয়েছেন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির অফিসে। সেখানে এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা যাবে এমন একাধিক ছবির নাম রেজিস্টার করার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদে পৌঁছালো। তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম অবতরণ করেছে। আর এ ক্ষেত্রে ফার্স্ট বয়ের গল্প সেলুলয়েডের পর্দায় তুলে না ধরলে কী হয়! তাই তো চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একাধিক চিত্রপরিচালক এবং প্রযোজনা সংস্থা ছবির নাম রেজিস্টার করতে গিয়েছেন এই বিষয় নিয়ে ছবি করার জন্য।

ইমপ্পার একজন কর্মী এই বিষয়ে জানান, ইতিমধ্যেই একাধিক প্রযোজক এবং প্রোডাকশন হাউজ তাদের ছবির নাম নথিভুক্ত করতে এসেছে। এর মধ্যে ‘চন্দ্রযান ৩’, ‘মিশন চন্দ্রযান ৩’, ‘চন্দ্রযান ৩: দ্য মুন মিশন’, ‘বিক্রম ল্যান্ডার’, ‘ভারত চাঁদ পার’ এসব নাম রয়েছে। তিনি আরও জানান যে, এরইমধ্যে তারা বহু আবেদন পেয়েছেন যদিও তার মধ্যে নামমাত্র কয়েকটিকেই অনুমতি দেবেন। আগামী সপ্তাহে তারা এই আবেদনগুলো খতিয়ে দেখবেন। পুলওয়ামা অ্যাটাকের পরও এই একই জিনিস ঘটেছিল। তবে তারা বেছে বেছে সেগুলোকেই নির্বাচন করে অনুমতি দেবেন যেগুলোকে সঠিক বলে মনে করছেন।