November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 27th, 2022, 8:02 pm

চবিতে মাটি খুঁড়তেই বেরিয়ে এল দেশীয় অস্ত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে মাটি খুঁড়ে অন্তত অর্ধশত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে ক্যাম্পাসের এফ রহমান হল এবং আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করতে গিয়ে মাটির নিচে এই অস্ত্রগুলো দেখতে পান। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাতে হাটহাজারী থানা পুলিশ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল বডিকে নিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০টি দা, কিরিচ উদ্ধার করি। সবগুলো অস্ত্র মরিচা ধরা। এগুলো পুরোনো অস্ত্র হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি। এরপর হাটহাজারি থানা পুলিশের কাছে তা হস্তান্তর করেছি। এগুলো বহু বছরের পুরোনো হওয়ায় বিস্তারিত তেমন কিছু বলা যাচ্ছে না কে বা কারা এগুলো এখানে মাটি চাপা দিয়ে রেখেছিল।

—ইউএনবি