March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 7:39 pm

চমক নিয়ে আসছে ‘ইস্কাবন’

অনলাইন ডেস্ক :

জুনেই প্রেক্ষাগৃহে আসছে জল, জঙ্গল, বারুদ, লড়াই আর এক রুদ্ধশ্বাস ছকভাঙ্গা প্রেমের কাহিনি। ছবির প্রচার শুরু হতেই কলকাতা শহর জুড়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন! কী হতে চলেছে এই প্রেম, বিরহ আর লড়াই এর গল্পকে ঘিরে! এবার কী তাহলে জঙ্গলের মাও নেতারা শহরের রাস্তায় ঘুরবে? কেউ সে বিষয়ে মুখ খুলতে নারাজ। এ বিষয়ে ছবির পরিচালক মন্দীপ সাহাকে এখন থেকেই করা হচ্ছে হেনস্থা, এমনটাই অভিযোগ। ছবির নির্মাতা শুধু নয়, সেইসঙ্গে ছবির গল্পকারকেও দেওয়া হচ্ছে সোশ্যাল সাইটে হুমকি। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘ইস্কাবন’ ছবির গল্পকার লেখক রাধামাধব মন্ডল। জঙ্গলমহলের জেলাগুলোতে মাও আতঙ্ক ছড়িয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়ার কয়েকটি জায়গায় পড়ছে লাল পোস্টার। সেই আবহেই গ্রেপ্তার তালিকা দীর্ঘ হয়েছে। আর জঙ্গলমহলের সেই পুরোনা চেনা আতঙ্কই এবার ফিরতে চলেছে গ্রাম, শহরের রূপালী পর্দায়! পরিচালক মন্দীপ সাহা সংবাদমাধ্যকে বলেন, ‘ছবিটি দেখে সত্যিই মুগ্ধ হবে বাংলা সিনেমার দর্শক। বহুদিন পর বাংলা সিনেমার পর্দায় এমন ছবি আসছে। আমাদের প্রিয়, তরুণ লেখক রাধামাধব মন্ডলের ‘রেড স্টারের ক্যাম্প’ গল্পের ছায়া অবলম্বনে নির্মিত এসএমডি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ইস্কাবন’ ছবিটি এখন শুধু মুক্তির অপেক্ষায়। আগামী জুনেই আসছে ছবিটি। রাধামাধব মন্ডলের গল্পের ভাবে, নিখুঁত চিত্রনাট্য গেঁথেছেন অর্ণব ভৌমিক ও অনিন্দ্য মুখোপাধ্যায়। চিত্রনাট্য লেখক অর্ণব ভৌমিক বলেন, ‘ইস্কাবন’ টিমের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। তরুণ তুর্কীদের এই কাজ আগামীকে ধরবে, এ আমার দৃঢ বিশ্বাস। কয়েকদিন আগে ছবির প্রথম পোস্টার লুক এসেছে। অভিনেতা সৌরভ দাস এবার একেবারেই ছকভাঙ্গা লুকে। পোস্টারে তাকে দেখেই দর্শকের মধ্যে কৌতুহলের জন্ম হয়েছে। এই সময়ের শক্তিশালী অভিনেতা সৌরভ দাস নিজের চরিত্র নিয়ে স্পষ্ট কিছু না বললেও জানিয়েছেন, ‘ইস্কাবন ছবিতে আমি রেড স্টারদের একজন লিডার। জঙ্গলজীবনের আন্দোলনে আছি ছবির গোলবিবি বাজারের আশপাশের জঙ্গলমহলে। হত্যা, ষড়যন্ত্র, বিস্ফোরণ আর কূটনৈতিক চালে চরিত্রের বাঁকবদল ঘটেছে ক্ষণে ক্ষণে।’ একটি শাসক দলের নেতার ভূমিকায়, সময়ের ছবিকে নিজের মধ্যে এঁকেছেন বর্ষীয়ান অভিনেতা খরাজ মুখার্জী। তিনিও এ ছবি জুড়ে ছকভাঙ্গা চরিত্রে অভিনয় করেছেন। সৌরভ, অনামিকা আর সঞ্জু এ ছবির তিন মূলচরিত্রে উজ্জ্বল। সঞ্জু আর সৌরভের মাঝে প্রেমের দোটানাতে নিজেকে খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ছবির সাফল্য নিয়ে আশাবাদী ছবির প্রযোজক সেখ আবদুল লালন থেকে শুরু করে ছবির পরিচালকসহ ছবির কলাকুশলীরাও। সেখ আবদুল লালন বলেন,‘একেবারেই নতুন ভাবনা নিয়ে আসছে এ ছবি। রহস্য এ ছবির প্রাণ। প্রকৃতি, প্রেম আর বিপ্লবের এই ছবি জনপ্রিয় হবেই।’ জঙ্গলমহলের প্রেম, যৌনতা, ষড়যন্ত্র, খুন, বিস্ফোরণ, হত্যা আর জটিল রাজনীতি নিয়ে আসছে নতুন এই বাংলা ছবি ‘ইস্কাবন’। এক অভিনব চরিত্রে দেখা যাবে নবাগত সঞ্জুকে। এই ছবিতে অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা ও সুরে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। এছাড়াও আরও কয়েকটি গান ‘ইস্কাবন’ সিনেমাতে গেয়েছেন শান, রূপঙ্কর বাগচি, অন্বেষা দত্তগুপ্ত। ছবির বিজিএম করেছেন দেবজ্যোতি মিশ্র।