চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভবনের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি নবজাতক ক্ষতবিক্ষত এবং অপরটি পলিথিনে মোড়ানো ছিল।
মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনের নালা পরিষ্কার করতে গিয়ে ওই দুই নবজাতকের লাশের সন্ধান পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক ভবনের সামনের নালার ওপর স্ল্যাব থেকে লাশ দুটি উদ্ধার করে পরিচ্ছন্নকর্মীরা৷
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, অনেক সময় অপরিপক্ক নবজাতকের লাশ চমেকের বিভিন্ন পাহাড়ে দাফন করা হয়। এ ধরনের দুটি নবজাতকের লাশ শেয়াল-কুকুর টেনে নালায় ফেলেছে হয়তো। বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশকে জানানো হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি