November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 16th, 2024, 7:19 pm

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে ৬.০৭%: বিবিএস

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার প্রথমবারের মতো জিডিপির এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

প্রথম প্রান্তিকের সম্প্রসারণ ২০২২-২৩ সালের জুলাই-সেপ্টেম্বরে রেকর্ড করা ৮.৭৬ শতাংশ প্রবৃদ্ধি থেকে ২ দশমিক ৬৯ শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে।

যা ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে ছিল ৫ দশমিক ১৬ শতাংশ।

জুলাই-সেপ্টেম্বরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৮৪ শতাংশ, যেখানে ২০২৩ অর্থবর্ষের একই সময়ে ছিল ২ দশমিক ০৭ শতাংশ।

সেবা খাতের প্রবৃদ্ধি ১২ দশমিক ৮৭ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৯৬ শতাংশ এবং শিল্প খাতে ৭ দশমিক ১৭ শতাংশ থেকে ৯ দশমিক ৬৭ শতাংশ হয়েছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ইউএনবিকে বলেন, প্রবৃদ্ধি হ্রাস দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ইউএনবিকে বলেন, চলমান আর্থিক সংকট জিডিপিতে প্রতিফলিত হচ্ছে।

মার্কিন ডলার সংকটের সমাধান না হওয়া পর্যন্ত আর্থিক সংকট কমবে না বলেও মন্তব্য করেন তিনি।

—-ইউএনবি