November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 7:45 pm

চলতি আসরে খেলতে পারবেন না আলভেস

অনলাইন ডেস্ক :

ইউরোপা লিগের নকআউট পর্বে খেলোয়াড় নিবন্ধনে উয়েফার বাধ্যবাধকতার কারণে দানি আলভেসকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে বার্সেলোনা। ফলে প্রতিযোগিতাটির চলতি আসরে খেলতে পারবেন না এই অভিজ্ঞ ডিফেন্ডার। এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে কাম্প নউয়ের দলটি। উয়েফার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর দলে নতুন যুক্ত হওয়া কেবল তিন জন নতুন খেলোয়াড়কে নিবন্ধন করা যাবে। বার্সেলোনা অবশ্য ইউরোপা লিগের গ্রুপ পর্ব পেরিয়ে ওঠেনি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে তারা নেমে গেছে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে। গত নভেম্বরে ফ্রি ট্রান্সফারে চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আলভেস। এরপর জানুয়ারির দলবদলে কাতালান দলটি দলে ভেড়ায় ফেররান তরেস, আদামা ত্রাওরে ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে। শেষ পর্যন্ত আলভেসকে বাদ দিয়ে এই তিন জনকেই ইউরোপা লিগের জন্য নিবন্ধন করেছে স্প্যানিশ ক্লাবটি। এর পেছনের কারণ হতে পারে ফরোয়ার্ড আনসু ফাতির বারবার চোটে পড়া। বর্তমানেও চোটের কারণে বাইরে আছে তিনি। তাই আক্রমণে ধার বাড়াতেই ব্রাজিলিয়ান রাইট-ব্যাককে এই টুর্নামেন্টে দলের বাইরে রেখেছেন কোচ শাভি এরনান্দেস। ২০০৮-২০১৬ পর্যন্ত মেয়াদে বার্সেলোনার হয়ে ৩৯১টি অফিসিয়াল ম্যাচ খেলে আলভেস দলটির হয়ে জেতেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা, তিনটি ক্লাব বিশ্বকাপসহ অনেক শিরোপা। ২০১৬ সালে বার্সেলোনা ছেড়ে ইউভেন্তুস ও পিএসজির হয়ে খেলার পর ২০১৯ সালের অগাস্টে স্বদেশের ক্লাব সাও পাওলোয় যোগ দেন তিনি। তবে গত সেপ্টেম্বরে বেতন না পাওয়ার জটিলতায় ক্লাবটির সঙ্গে চুক্তি ভেঙে আলভেস ফিরে আসেন পুরনো ঠিকানায়। আগামী ১৭ ফেব্রুয়ারি নকআউট রাউন্ডের প্লে-অফে বার্সেলোনা খেলবে ইটালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে। ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে বার্সেলোনা সবশেষ খেলেছে ২০০৩-০৪ আসরে। ওই আসরে চতুর্থ রাউন্ডে সেল্টিকের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল তারা।